
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সুকমল ঘোষ ।।
মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড়ো প্রশ্নচিহ্ন। নিরাপত্তা বলয় ভেঙে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গেল এক মহিলা। ঘটনা কে ঘিরে শোরগোল। বৃহস্পতিবার মেদিনীপুর সার্কিট হাউস থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সভাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঠিক সেই সময় এলআইসি চকের কাছে এক মহিলা পুলিশের ব্যারিকেড টপকে দৌড়ে চলে আসে মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে। হথচকিত হয়ে গাড়ি থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। এরপর ওই মহিলার সাথে কিছুক্ষণ কথা বলার পর সভাস্থলের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুর শহরের রিংরোডে কড়া নিরাপত্তা বলাই থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটলো কিভাবে তা নিয়ে উঠছে প্রশ্ন।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023