
নিউজটাইম ওয়েবডেস্ক : এক বছর কাটতে না কাটতেই এবার নামখানা হাতানিয়া দোয়ানিয়া সেতুতে ফাটল। নামখানা ব্লকের হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর নারায়ণপুর ও নামখানা এই দুটি স্থানের সংযোজনের জন্য তৈরি করা হয় এই সেতুটি। কিন্তু উদ্বোধনের এক বছর কাটতে না কাটতেই সেতুর একটি বিমে ফাটল দেখা দিয়েছে।
প্রশাসন ও স্থানীয় সুত্রে খবর, কেন্দ্রিয় ও রাজ্য সরকার ২২৬ কোটি টাকা ব্যয়ে এই সেতুটি তৈরি হয়। ২০১৯ সালের জানুয়ারি মাসে এই সেতু তৈরির কাজ শেষ হয়। ২০১৯ সালের মার্চ মাসে প্রায় তিন কিলোমিটার লম্বা এই সেতুটির উদ্বোধন হয়।
Latest posts by news_time (see all)
- বিশ্বজয় করে বাড়ি ফিরলেন হৃষিতা - February 2, 2023
- সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য - February 2, 2023
- রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 2, 2023