
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণে শুক্রবার নতুন রেকর্ড হল পশ্চিমবঙ্গে। একদিনে আক্রান্ত হলেন ৪২৭ জন। এর আগে গত মঙ্গলবার একদিনে ৩৯৬ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছিল। এদিন পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭,৩০৩ জন।
শুক্রবার রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। এর ফলে পশ্চিমঙ্গে মোট করোনায় মৃতের সংখ্যা হল ৩৬৬ জন। পাশাপাশি শুক্রবার মোট ১৪৪ জন করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন। ফলে রাজ্যে মোট করোনামুক্ত ব্যক্তির সংখ্যা হল ২,৯১২। শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গে করোনা সংক্রমিত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন ৪,০২৫ জন। পশ্চিমবঙ্গে করোনায় সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা মোট আক্রান্তের প্রায় ৩৯.৮৭ শতাংশ। শুক্রবার নিজের বাড়ির কাছে হরিশ পার্কে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে করোনা রোগী বৃদ্ধির জন্য কেন্দ্রকে দায়ী করেন। মুখ্যসচিব রাজীব সিনহাকে পাশে দাঁড় করিয়ে তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার পরিকল্পনাহীন ভাবে পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠানোয় করোনা সংক্রমণ বাড়ছে।’ ওদিকে বিজেপির দাবি, রাজ্যে ফেরা বহু শ্রমিককে কোনও পরীক্ষা না করেই বাড়িতে পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। এমনকী মহারাষ্ট্রের মতো করোনা কবলিত এলাকা থেকে আসা শ্রমিকদেরও ঠিক মতো স্বাস্থ্য পরীক্ষা হয়নি। ফলে গ্রামে গ্রামান্তরে ছড়িয়ে পড়ছে করোনা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022