
নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতের জনপ্রিয় তারকা দম্পতিদের মধ্যে অন্যতম বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা।প্রেম থেকে বিয়ে, তাঁদের ঘিরে কেবলই কৌতুহল বেড়েছে নেটিজেনদের। তাঁদের গভীর দাম্পত্য অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।দীর্ঘ সময় প্রেম করার পর ২০১৭ তে বিয়ে করেন তারকা বিরাট-অনুষ্কা। যেমন প্রেম করেছেন সকলের আড়ালে, ঠিক একইভাবে বিয়ে করেছিলেন ইতালিতে, সকলের চোখের আড়ালে। বিয়ের পরেও সেই আড়ালের দেওয়াল ভাঙেননি নিজেদের চারপাশ থেকে।
মাঝে মধ্যেই নিভৃতে ছুটি কাটাতে যান অনুষ্কা-বিরাট।একান্ত সহযাপনের ছবি প্রকাশ্যে আসে মাঝেমধ্যে। আবারও প্রকাশ্যে এলো ভিরুষ্কার একান্ত সময়ের ছবি।বিরাট কোহলি নিজেই তাঁদের ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।ছবিটি পোস্ট করে, ক্যাপশনে দিয়েছেন ভালোবাসার চিহ্ন। ছবিতে দেখা যাচ্ছে, বিরাট-অনুষ্কা বসে রয়েছেন বিচ লাগোয়া ব্রেকফাস্ট টেবিলে, গাছের ছায়ায়। অনুষ্কাকে দেখা গিয়েছে সাদা পোশাকে। কমলা শর্টসে, ড্রিঙ্ক হাতে দেখা গিয়েছে বিরাটকে। দম্পতিকে ছবিতে দেখা গেলেও আশাপাশে বোধহয় ভিরুষ্কা কন্যা ভামিকাও ছিল। টেবিলে দেখা গিয়েছে ভামিকার বেবি সিপারও। সব মিলিয়ে যে ভিরুষ্কা সহযাপন উপভোগ করছেন তা স্পষ্ট।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023