একাই ‘৫০০’, রেকর্ডের নাম রোনাল্ডো

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।

মেসির অন্ধকার সময়ে আলোয় ফিরলেন রোনাল্ডো। আল নাসেরের জার্সিতে স্বমহিমায় সিআরসেভেন। সৌদি প্রো লিগে আল ওহাদার বিরুদ্ধে চার গোল করলেন পর্তুগিজ মহাতারকা। আল নাসেরের জার্সিতে শুরু থেকে খুব একটা চেনা ছন্দে পাওয়া যাচ্ছিল না পর্তুগিজ তারকাকে। মাঠ এবং মাঠের বাইরে তাকে নিয়ে শুরু হয় সমালোচনা। কিন্তু চ্যাম্পিয়নরা বোধহয় এভাবেই ক্যাম ব্যাক করেন।

রোনাল্ডো একাই ৫০০। চার গোল করে শুধু দলকেই জেতালেন না ক্লাবের জার্সিতে এক অনন্য রেকর্ড গড়লেন সিআরসেভেন। আল নাসেরের হয়ে চার গোল করার সঙ্গে সঙ্গেই রোনাল্ডোর গোলসংখ্যা পৌঁছালো ৫০৩-এ। ২ দশকের বেশি ক্লাব কেরিয়ারে ৫০০ গোল করে ফেললেন পর্তুগিজ তারকা। এর মধ্যে সর্বাধিক ৩১১ টি গোল করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। দুই দফায় ম্যান ইউ-তে গোল সংখ্যা ১০৩। জুভেন্তাসের জার্সিতে গোল করেছেন ৮১টি। স্পোর্টিং লিসবনের হয়ে ৩টি এবং এখনও পর্যন্ত আল নাসেরের হয়ে ৫টি গোল করেছেন সিআরসেভেন। রেকর্ডের আরও এক নাম রোনাল্ডো।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube