
।। অলিপ মিত্র ।।
একশো দিনের কাজ খতিয়ে দেখতে উত্তর দিনাজপুর জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রীয় দলকে কাছে পেয়ে অভিযোগ জানালেন স্থানীয়রা ।
একশো দিনের কাজের সমস্ত বিষয় খতিয়ে দেখতে উত্তর দিনাজপুর জেলায় পা রাখলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। শনিবার ইটাহার ব্লকের পতিরাজপুর গ্রামপঞ্চায়েতে গিয়ে একশো দিনের কাজের সমস্ত খতিয়ান তারা খতিয়ে দেখেন। খাতা কলমে যে সমস্ত কাজ দেখানো হয়েছে তা কতদূর হয়েছে, আদেও সেই গুলো হয়েছে কি না সেগুলো তাঁরা খতিয়ে দেখেন। এদিন লালন পাঠক ও বিজয় কুমার মিশ্র নামে কেন্দ্রীয় দুই প্রতিনিধি পতিরাজপুর গ্রামপঞ্চায়েতে বিভিন্ন জায়গায় তারা পরিদর্শন করেন কথা বলেন একশো দিনের কাজের যে সমস্ত উপভক্তা রয়েছেন তাদের সাথে । তবে এই পরিদর্শন নিয়ে কেন্দ্রীয়দলের কেউই তেমন ভাবে মুখ খুলতে চাননি।
অন্যদিকে স্থানীয় প্রশাসনের তরফ থেকে কেন্দ্রীয় প্রতিনিধিদের সব ধরনের সাহায্য করা হচ্ছে বলে জানিয়েছেন এক আধিকারিক এবং একশো দিনের কাজে সমস্ত কিছুই ঠিক আছে বলে জানান তিনি ।তবে একশো দিনের কাজ করলেও কোনোরকম টাকা পাননি বলে অভিযোগ সরস্বতী সরকার নামে এক স্থানীয় বাসিন্দা।
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023
- জাতীয় শিবিরে ডাক পেলেন রোনাল্ডো - March 18, 2023