একদিনে সংক্রামিত প্রায় ১২,০০০! সুস্থ হয়েছেন ৫১% করোনা আক্রান্ত

নিউজটাইম ওয়েবডেস্ক : ৩ লক্ষ ২০ হাজার ছাড়ালো দেশের করোনা সংক্রমণ। একদিনে সর্বাধিক ১১,৯২৯ জনের দেহে সংক্রমণ মিলেছে। গত ২৪ ঘণ্টায় মৃত ৩১১ জন। রবিবার সকালে এই তথ্য দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। জানা গিয়েছে, পরপর দু’দিন ২৪ ঘণ্টায় ১১ হাজারের বেশী সংক্রমণ চিহ্নিত হয়েছে দেশে। সংক্রমণের বিচারে বিশ্বের চতুর্থ দেশ ভারত। আগে শুধু ইউএস; ব্রাজিল এবং রাশিয়া। এদিকে গত একসপ্তাহে প্রায় ৬০ হাজার সংক্রমণ চিহ্নিত হয়েছে। মৃত প্রায় ২ হাজার। সবচেয়ে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত এবং তামিলনাড়ু।এদিকে, সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবারের বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রবীণ সদস্যরা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ; স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন-সহ প্রিন্সিপাল সেক্রেটারি আর নীতি আয়োগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকার সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা করা হয় বৈঠকে। সবচেয়ে সংক্রমিত রাজ্য মহারাষ্ট্র; দিল্লি ও তামিলনাড়ুও আলোচনায় উঠে এসেছিল।

আনলক ১ শুরুর পর থেকেই ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিনই যেন নতুন রেকর্ড গড়ছে ওই মারণ ভাইরাস। শুক্রবার ও শনিবারের নিরিখি সংক্রমণের এক নতুন রেকর্ড হলো। একদিনের মধ্যে দেশে নতুন করে কোভিড- ১৯ আক্রান্ত হয়েছিলেন ১১,৪৫৮ জন মানুষ। 

এদিকে, সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা রোজই বাড়ছে। আপাতত ভারতের ১৬২,৩৭৮ জন করোনা রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। যা শতাংশের বিচারে ৫০.৫৯।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube