
A staff member of Taiwans BluSense Diagnostics displays a ViroTrack, a COVID-19 coronavirus test kit, during a press conference at the Ministry of Science and Technology in Taipei on April 8, 2020. (Photo by Sam Yeh / AFP)
নিউজটাইম ওয়েবডেস্ক : একদিনে ফের সর্বাধিক সংক্রমণ বাংলায় । শনিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে ২৪ ঘণ্টায় ২৫৮৯ জন সংক্রমিত হয়েছে। মৃতের সংখ্যাও একদিনে অনেকটাই ছাপিয়ে গিয়েছে । ২৪ ঘণ্টায় ৪৮ জনের মৃত্যুর খবর মিলেছে। স্বাস্থ্য দফতর সূত্রে এই খবরই পাওয়া গিয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে মোট সংক্রমিত ৭২,৭৭৭। মৃত বেড়ে ১,৬২৯। রাজ্যে এখনও পর্যন্ত ২০ হাজারের ওপর সক্রিয় সংক্রমণ। সাড়ে ৫৫ হাজার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৪৩ জন। সুস্থতার হার বেড়ে ৬৯.৪১%।
একদিনে ২০,০৬৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদিকে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশজুড়ে। তারমধ্যেই নিজেদের সুরক্ষা নিয়ে কাজে বেরোনোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন জায়গায় দেশীয় উড়ান পরিষেবাও চালু করা হয়েছে। তবে যে সমস্ত শহরগুলিতে সংক্রমণের মাত্রা বেশি, এমন ৬টি শহর থেকে এবং সেই অভিমুখে ১৫ অগস্ট পর্যন্ত উড়ান পরিষেবা স্থগিত রাখার জন্য কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব দিল রাজ্য। তালিকায় রয়েছে দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই এবং আহমেদাবাদ। কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে টুইটে বলা হয়েছে, “১৫ অগস্ট পর্যন্ত দিল্লি, মু্ম্বই, পুনে, চেন্নাই, নাগপুর ও আহমেদাবাদ বিমান পরিষেবা স্থগিত থাকবে”। এর আগে ৩১ জুলাই পর্যন্ত কলকাতা বিমানবন্দরে কোনও যাত্রীবাহী বিমান অবতরণ করবে না জানানো হয়। একই সিদ্ধান্ত ১৫ অগাস্ট পর্যন্ত লাগু, টুইট করেছে কলকাতা বিমানবন্দর।- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022