
নিউজটাইম ওয়েবডেস্ক : দৈনিক করোনাভাইরাস আক্রান্তের নিরিখে রবিবার আবারও রেকর্ড তৈরি হল। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠলেন আরও ২৩,৬৭২ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০৭৭,৬১৮। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩৮,৯০২ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। যা একদিনে রেকর্ড। অর্থাৎ গত চার দিনে ১৪১,৪৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। ওই চার দিন সংক্রমিতের সংখ্যা ৩০,০০০-এর গণ্ডি পার করেছে। তারইমধ্যে গত তিন দিন করোনায় মৃতের সংখ্যা ৬০০-র গণ্ডি পার করার পর কিছুটা স্বস্তি দিয়ে রবিবার তা ৫০০-র ঘরে নেমে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জনের মৃত্যু হয়েছে। ফলে সবমিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬,৮১৬। যদিও আবারও দেশে করোনায় সুস্থতার হার পড়েছে। রবিবার ২৩,৬৭২ জন সুস্থ হলেও দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৯,০০০-র কাছাকাছি পৌঁছে যাওয়ায় সুস্থতার হার শনিবারে থেকে ০.১১ শতাংশ কমে গিয়ে দাঁড়িয়েছে ৬২.৮২ শতাংশ। যদিও সবমিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ৭০০,০০০-এর কাছে পৌঁছে গিয়েছে। অন্যদিকে, সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৭৩,৩৭৯।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022