একদিনে রেকর্ড সংক্রমণ ভারতে, আক্রান্ত ৭৪৬৬ জন

নিউজটাইম ওয়েবডেস্ক : একদিনে সংক্রমণের ভিত্তিতে গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের নজির। গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ ৭,৪৬৬ জন। চতুর্থ পর্যায়ের লকডাউন শেষের দিকে। সংক্রমণ বৃদ্ধির এই হারই এখন উদ্বেগ বাড়াচ্ছে। স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুসারে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১,৬৫,৭৯৯ জন। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৭১,১০৬। মোট মৃত্যু হয়েছে ৪,৭০৬ জনের। এদিকে, করোনাভাইরাস পরিস্থিতি, লকডাউনের পরবর্তী দফা নিয়ে রাজ্যগুলোর থেকে মতামত জানতে চেয়ে সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৃহস্পতিবারই কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর ভিত্তিতেই কেন্দ্র চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে। তার আগে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবাও রাজ্যগুলোর মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় বিশেষ আগ্রাধিকার পায়, দেশের ১৩টি শহর। এই শহরগুলোতেই করোনা সংক্রমণ বৃদ্ধির হার উর্ধ্বমুখী। দেশের প্রায় ৭০ শতাংশ সংক্রমণের ঘটনা এই শহরগুলোতেই ঘটেছে।

শাসক দলের বিধায়কের পর এবার করোনাভাইরাসে আক্রান্ত রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। বাংলায় এক ধাক্কায় করোনার সংক্রমণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যা এরাজ্যে একদিনে সংক্রমণের নিরিখে সর্বাধিক। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৪৪ জনের শরীরে কোভিড ১৯ ধরা পড়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ২২৩।

পৃথিবীতে ৫৮ লক্ষেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৬০ হাজার ৩০৮ জনের। আমেরিকায় মৃতের সংখ্যা ১ লক্ষ পেরিয়েছে।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube