
নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে দৈনিক করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুসারে, গত ২৪ ঘন্টায় দেশজুড়ে আক্রান্তের সংখ্যা ২২,৭৫২ জন ও মৃত্যু হয়েছে ৪৮২ জনের। এর ফলে, ভারতে মোট কোভিড পজিটিভের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লক্ষ ৪২ হাজর ৪১৭ জন। বর্তমান দেশে করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৯৪৪ জন। কোভিডজয়ীর সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৮৩১। এই পরিসংখ্যানই আশার আলো দেখাচ্ছে স্বাস্থ্যকর্তাদের। দেশে করোনার জেরে প্রাণ গিয়েছে মোট ২০,৬৪২ জনের।
হু’য়ের রিপোর্ট তুলে ধরে মঙ্গলবারই স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, প্রতি মিলিয়ানে আক্রান্তের সংখ্যা ভারতে খুবই কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, ৬ই জুলাই পর্যন্ত ভারতে প্রতি মিলিয়ানে কোভিড পজিটিভের সংখ্যা ৫০৫.৩৭ জন। গোটা বিশ্বে এই সংখ্যা হল ১,৪৫৩,২৫। বিশ্বজুড়ে করোনার থাবা। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুসারে, পৃথিবীতে আক্রান্তের সংখ্যা ১১,৭৯৮,৬৭৮ ও মৃত ৫৪৩,৫৩৫ জন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022