
নিউজটাইম ওয়েবডেস্ক : ক্রমেই যেন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে কোভিড- ১৯। গত ২৪ ঘণ্টায় ১৬,০০০ এরও বেশি মানুষ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ফলে দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল মোট ৪.৭৩ লক্ষ মানুষে। তবে এরমধ্যে প্রায় ২.৭ লক্ষ রোগী সেরে উঠেছেন। ভারতে এখনও পর্যন্ত করোনার জেরে মৃত্যু হয়েছে ১৪,৮৯৪ জনের। এই প্রথম একদিনের মধ্যে আক্রান্তের সংখ্যা ১৬,০০০ এরও বেশি হল। এর আগে বুধবার নতুন করে এই মারণ রোগে আক্রান্ত হন ১৫,৯৬৮ জন।
এখনও পর্যন্ত যতজন রোগী এদেশে করোনায় আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ২,৭১,৬৯৭ জন রোগী চিকিৎসা সহায়তায় সুস্থ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার সকালে করোনা ভাইরাস থেকে পুনরুদ্ধারের হার বেড়ে দাঁড়িয়েছে ৫৭.৪২ শতাংশে। তবে গত ২৪ ঘণ্টায় অত্যন্ত সংক্রামক এই রোগের কারণে মারা গেছে ৪১৮ জন। এই রোগ মহামারী আকারে যে যে দেশে দেখা দিয়েছে সেই তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং রাশিয়ার পরেই বিশ্বের চতুর্থ বৃহত্তম ক্ষতিগ্রস্ত দেশ হিসাবে জায়গা পেয়েছে ভারত।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022