একঝাঁক ফুটবলারকে ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শিবাজী চক্রবর্তী ।।

ছাঁটাইয়ের তালিকা তৈরি। সুপার কাপের পরেই একঝাঁক ফুটবলারকে ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল। চলতি আইসএলে পারফরম্যান্স তলানিতে। কোচ-সাপোর্ট স্টাফ, সবেতেই মোহভঙ্গ হয়েছে লাল-হলুদের। ভারতীয় ফুটবলে বিদেশিরাই পার্থক্য গড়ে দেন। সেখানেও ডাহা ফেল লাল-হলুদ। অতএব ? যা হওয়ার তাই হচ্ছে।

কোপ পড়ছে আলেক্স লিমা, কিরিয়াকু, জেক জার্ভিস, জর্ডন দোহাটির ওপর। ইভান গঞ্জালেজের সঙ্গে আরও ১ বছর চুক্তি রয়েছে। তাই সরাসরি সরিয়ে দেওয়া সম্ভব নয়। এক টেবলে আলোচনায় ওঁর সঙ্গে গোল্ডেন হ্যান্ডসেক করা হবে। ভারতীয় ফুটবলারদের মধ্যে সুমিত পাসি আর গোলকিপার পবন কুমারকে ছেড়ে দেওয়া হচ্ছে।

বিদেশিদের মধ্যে একমাত্র ক্লেইটন সিলভার সঙ্গে চুক্তি বাড়ানোর প্রক্রিয়া চলছে। চুক্তির কপি পাঠানো হয়েছে তাঁকে। পাশাপাশি গোলকিপার কমলপ্রীতের সঙ্গে চুক্তি রয়েছে। মরিয়া হয়ে আরও একজন গোলকিপার খুঁজছে লাল-হলুদ। বাকি রইলেন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। সাপোর্ট স্টাফ সহ গোটা কোচিং টিমের বিসর্জনের বাজনা বেজে গেছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube