
নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতীয় ক্রিকেটার শুভমন গিল এবং সচীন তেন্ডুলকরের কন্যা সারা একে অপরের সঙ্গে প্রেম করছেন, এই গুঞ্জন তো কবেকার। মাঝে মনে হয়েছিল দুজনে একে অপরের থেকে বোধহয় মুখ ফিরিয়ে নিয়েছেন, তবে প্রেম দিবসে শুভমনের টুইট থেকে স্পষ্ট হল, যা রটছে তার খানিকটা তো ঘটছেই।
গতকাল নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি আপলোড করেছিলেন। ছবিটি লন্ডনের একটি রেস্তোরাঁয় তোলা। ক্যাপশনে লিখেছেন ‘আজ দিনটা যেন কী?’ এই ছবি থেকেই আবারও শুভমন ও সারার প্রেম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সামাজিক মাধ্যম খুললেই শুভমন এবং সারার একটি ছবি ভাইরাল হতে দেখা যাচ্ছে। শুভমনের পোস্ট করা সেই ছবি তো রয়েছেই, দেখা যাচ্ছে লন্ডনের ওই একই রেস্তোরাঁয় বসে থাকা সারার একটি ছবি। এই ছবিটি কিছুদিন আগে সামাজিক মাধ্যমে আপলোদ করেছিলেন সচিন কন্যা সারা নিজেই। এখন প্রশ্ন উঠতেই পারে, দুজনেই কী একই রেস্তোরাঁয় বসে ছবি তুলতে পারেন না? নিশ্চয়ই পারেন। একই জায়গায় ছবি তুললে রেস্তোরাঁর পারিপার্শ্বিক এক থাকতেই পারে। কিন্তু ওই রেস্তোরাঁয় বসে থাকা অতিথিরা কী এক হতে পারে? সারা এবং শুভমন আলাদা দিনে ছবি তুললে নিশ্চয়ই আশাপাশে বসে থাকা অতিথিদের মধ্যেও বদল আসতে পারত। কিন্তু এই দুই ছবিতেই অতিথিরা অপরিবর্তিত। ফলে দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন নেটিজেনরা। প্রশ্ন উঠছে ভ্যালেন্টাইন্স দিবসে শুভমন কী ভালোবাসার ইজহার করেই ফেললেন?Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023