একইসঙ্গে নতুন গানের ঘোষণা করলেন রূপম-অরিজিৎ

নিউজটাইম ওয়েবডেস্ক : গত ১৮ ফেব্রুয়ারি কলকাতায় কনসার্ট করেছেন অরিজিৎ সিং। সেই কনসার্টেই এমন মুহূর্ত তৈরি হয়, যার রেশ কাটে না সহজে। অরিজিৎ কনসার্টে শুধু নিজের গান গাননি, মান্না দে থেকে শুরু করে আরডি বর্মন, বহু নাম করা সঙ্গীতশিল্পীর গান গেয়েছেন তিনি। গেয়েছেন তাঁর প্রিয় ‘রকস্টার’ রূপম ইসলামের গান। কখনও ‘আরও একবার চলো ফিরে যায়’, আবার কখনও ‘এই একলা ঘর আমার দেশ’। তাঁর সঙ্গে গলা মিলিয়ে গেয়েছিলেন রূপম ইসলামও। এইবার তাঁরা দুজনেই নতুন ঘোষণা করলেন।

কনসার্টের পরই উচ্ছ্বসিত অরিজিৎ-রূপমের ভক্তরা। সকলেই সামাজিক মাধ্যমে লেখালেখি করেছেন, যে তাঁদের দুই গায়ক একসঙ্গে গান গাইলে ভালোই হয়। খুব সময় পেরিয়ে যাওয়ার আগেই ভক্তদের মনের আশা পূরণ করলেন অরিজিৎ-রূপম। আসতে চলেছে তাঁদের নতুন গান। দুজনেই গাইবেন একই গান। গতকাল নিজেরাই এই কথা জানিয়েছেন সামাজিক মাধ্যমে।তবে আপাতত শুধু এতটুকুই জানা গিয়েছে। বিস্তারিত পরে জানা যাবে, বলছেন গায়কেরা।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube