
নিউজটাইম ওয়েবডেস্ক : দূর্গা পুজোর আর বেশি দেরি নেই, অন্যদিকে দেশে ফের করোনা গ্রাফ উর্দ্ধমুখী। এরমধ্যেই কেন্দ্রের তরফ থেকে রাজ্যগুলিকে চিঠি দিয়ে জানানো হল, ভিড় নয়। করোনা সংক্রান্ত নির্দেশিকার মেয়াদ বৃদ্ধি করার নির্দেশিকা দেওয়া হয়েছে। এমএইচের তরফ থেকে আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত দেশে জারি থাকবে করোনার বিধিনিষেধও।
সমস্ত রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন সরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। সার্বিকভাবে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও কিছু কিছু অঞ্চলে সংক্রমণ হচ্ছে। সেই সমস্ত অঞ্চল চিহ্নিত করে সেখানে সংক্রমণ আটকানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন চিঠিতে। স্বরাষ্ট্র সচিব, আসন্ন উৎসবের মরসুমের কথা মাথায় রেখে বলেন, এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেয়াল রাখতে হবে যাতে কোনোরকম ভাবেই ভিড় না হয়। প্রয়োজনে আঞ্চলিক ভাবে বিধিনিষেধ জারি করতে হবে। জনবহুল এলাকায় করোনা বিধি মানা হচ্ছে কিনা সেই দিকে নজর রাকতে হবে। করোনা বিধি যেমন মাস্ক পড়া, দূরত্ব বজায় রাখা, পরীক্ষা, করোনা নির্ণয়, চিকিৎসা, টিকাকরণ ইত্যাদির প্রতি বিশেষ নজর দেওয়ার কথা উল্লেখ করেন অজয় ভাল্লা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022