
নিউজটাইম ওয়েবডেস্ক : মেয়ে বড় হলে মা-বাবা তাকে পাত্রস্থ করবেন, এই আমাদের সমাজে চিরাচরিত’ভাবে হয়ে এসেছে। তবে এইবার ঠিক উলট পুরাণ। মা’কে পাত্রস্থ করলেন তার মেয়ে।এই ঘটনা মেঘালয়ের। দেবারতি মজুমদার তাঁর বাবাকে হারান মাত্র ২ বছর বয়সে।তার মায়ের বয়স তখন মাত্র ২৫।অকালে স্বামীহারা হয়েও আবার নতুন করে সম্পর্ক শুরু করেননি। যত্ন করে মানুষ করেছেন তার মেয়েকে। মা, মায়ের কর্তব্য করেছেন। সন্তানও মা’কে ফিরিয়ে দিতে চাইলেন না পাওয়া শান্তি।
দেবারতি কর্মসূত্রে থাকেন রাজ্যের বাইরে। তার এক আত্মীয়ার থেকে জানতে পারেন, তার মা’কে একজনের বেশ পছন্দ।এই খবর পেয়ে মায়ের জীবন আবার সাজাতে চেয়েছেন দেবারতি। ৫০ বছর বয়সী মায়ের সঙ্গে বিয়ে ঠিক করেন, পশ্চিমবঙ্গের বাসিন্দা স্বপনের। এই রাজ্য থেকে মেঘালয়ে গিয়ে বিয়ে করেন, স্বপন। মায়ের জীবনকে নতুন মালায় গেঁথে বেশ খুশি দেবারতি। সামাজিক মাধ্যমে নিজেই এই খুশির খবর জানিয়েছেন তিনি। অন্যদিকে দীর্ঘ সময় একা কাটানোর পর মনের মানুষ খুঁজে পেয়ে খুশি দেবারতির মা। নতুন জীবন ভালো কাটুক নব দম্পতির।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023