
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা জেরে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন দেশবাসী। অদৃশ্য এই জীবানু এবার এক এক করে ঘুম কাড়তে শুরু করেছে বেসরকারী কর্মীদের। চাকরি হারোনর ভয় যেন তাঁদের পিছু ছাড়ছেনা। ইতিমধ্যেই উবের একটি ভিডিও কলের মাধ্যেমেই বহু কর্মীকে কাজ থেকে বিদায় জানিয়েছেন। এবার সেই একই পথে হেঁটে ১৪০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল অ্যাপ ক্যাব সংস্থা ওলা। দীর্ঘদিন পরিষেবা বন্ধ থাকার ফলে আয় বন্ধ হয়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত বিতে বাধ্য হয়েছে বলে এদিন সংস্থার তরফে জানানো হয়েছে।
করোনা সংক্রমণ থেকে দেশবাসীকে রক্ষা করতে দফায় দফায় লকডাউন বাড়ানো হচ্ছে সরকারের তরফে। কিন্তু এই অদৃশ্য ভাইরাস যেন কোন ভাবেই পিছু ছড়তে রাজি নয়। মানবজীবনে এই মারণ ভাইসায় যেন এখ অশনি সংকেত বহন করে অনেছে। বহু মানুষ কর্মহারা হওয়ায় রুজি-রুটির সংস্থান করতে ব্যর্থ হচ্ছেন। কয়েক হাজার মানুষের ভবিষ্যৎ এখন অন্ধকারে। চলতি মাসেই মাত্র তিন মিনিটের ভিডিও কলে উবের কোম্পানির প্রায় সাড়ে তিন হাজার কর্মী তাঁদের কাজ হারিয়েছেন। এরপরেই আর্থিক সংকটের সম্মুখীন হওয়ায় এক এক করে কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে জোম্যাটো ও সুইগির মতো অনলাইন খাবার ডেলিভারি সংস্থাগুলি। এবার সেই তালিকায় নাম লেখাল ওলা। এবিষয়ে অ্যাপ ক্যাব সংস্থা ওলার সিইও ভবীশ আগরওয়াল জানান, গত দু’মাসে ধরে লতকডাউন চলায় বন্ধ সমস্ত পরিষেবা। যার ফলে কোম্পানির আয় ৯৫ শতাংশ কমে গিয়েছে। সেই জন্যই কোম্পানি থেকে ১৪০০ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন চিঠিতে আগরওয়াল আরও লেখেন, “দুর্ভাগ্যবশত। আমাদের সকলের উপরই প্রভাব ফেলেছে করোনা। অদূর ভবিষ্যতে অন্তত করোনা পূর্ববর্তী অবস্থায় ফেরা সম্ভব নয়।” তবে ভবিষ্যতে আর কোন কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হবেনা বলেও এদিন আশ্বস্ত করেন ভবীশ আগরওয়াল।Latest posts by news_time (see all)
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023
- কলেজের তিনতলা থেকে পড়ে গুরুতর আহত ছাত্রী - February 8, 2023