
দত্তপুকুরের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী আক্রমণ করা হল । পরিবারের পক্ষ থেকে দত্তপুকুর থানায় দায়ের করা হয় লিখিত অভিযোগ ।
বৃহস্পতিবার সন্ধ্যায় দত্তপুকুর থানার তারাপুকুর এলাকায় একটি ক্লাবে বন্ধুদের সাথে আড্ডা দিতে যায় ১৭ বছর বয়সী সংগ্রাম কাঞ্জিলাল । সেখানে গাড়ি রাখার পর এক ব্যক্তি মুখে রুমাল বেঁধে এসে তাঁর বাবার নাম জানতে চায় । বাবার পরিচয় জানার সাথে সাথেই তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ ।
এরপর সংগ্রামের পরিবারের সদস্যদের জানালে দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় । যদিও আহত যুবকের দাদা কাশিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি সম্বিত কাঞ্জিলাল বলেন কে বা কারা মেরেছে সে বিষয়ে তিনি জানেন না, কিন্তু তাঁদের পরিবারের সদস্যরা সকলেই রাজনীতির সাথে যুক্ত তাই সেই কারণেও তার ভাইয়ের উপর এই হামলা চালানো হতে পারে বলে তাঁর সন্দেহ ।
নির্দিষ্ট কারোর বিরুদ্ধে না হলেও দত্তপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ ।
- কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক! - June 6, 2023
- দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ - June 6, 2023
- ত্রিকোণ প্রেমের জেরে খুন ! - June 6, 2023