
নিউজটাইম ওয়েবডেস্ক : পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে ফাঁসি দেওয়ার ঘোষ পুকুর বন দপ্তর। জানা গিয়েছে কাল রাতে খড়িবাড়ির ইন্দো- নেপাল সীমান্ত এলাকা থেকে তিনজন সন্দেহজনক ব্যক্তিকে আটক করে এসএসবির জওয়ানেরা। তাদের তল্লাশি চালাতে উদ্ধার হয়েছে দুটি হাতির দাঁত। বনবিভাগের ঘোষ পুকুর রেঞ্জের সাথে যোগাযোগ করলে রেঞ্জার সোনম ভুটিয়ার নেতৃত্বে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের গ্রেফতার করে ।
শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। জানা গিয়েছে বিহারের দিকে যাওয়ার সময় অভিযুক্তদের কাছে থাকা চার চাকার পিক আপ ভ্যান থেকে এই হাতির দাঁত দুটি উদ্ধার করা হয়। পিক আপ ভ্যানটিও বাজেয়াপ্ত করা হয়েছে৷ ধৃতদের নাম অসিত টোপ্পো, অনিল ওরাও, পুনিলাল নাগেশিয়া। তারা সকলেই খাপরাইলের বাসিন্দা বলে জানানো হয়েছে। এ বিষয়ে ঘোষপুকুরের রেঞ্জার সুনাম ভুটিয়া জানান ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023