নিউজটাইম ওয়েবডেস্ক :
নতুন বছরের শুরু
থেকে কনকনে শীতের ঝড়ো ইনিংস রুক্ষ মাটি পুরুলিয়া জেলায়। গত চারদিনে স্বাভাবিকের
চেয়ে অনেকটাই নিচে জেলার তাপমাত্রা। সঙ্গে উত্তরের হিমেল হাওয়া। হাড় কাঁপানো কনকনে
ঠান্ডায় জুবুথুবু অবস্থায় পুরুলিয়া জেলা বাসীর।
আজ রবিবার ছুটির
দিনে জেলার সর্বনিম্ন তাপমাত্রা পারদ ছুঁয়েছে-৯ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর
সূত্রের খবর অনুযায়ী কনকনে এই ঠান্ডা পুরুলিয়া জেলায় চলবে আরো বেশ কয়েকদিন। এখনই
তাপমাত্রা বাড়ার কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের
তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। যে কারণে কিছুটা স্বস্তি মানুষের।
অন্যদিকে জলপাইগুড়িতে
আজকের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা, কনকনে হাওয়ায় দমে যাননি স্থানীয়রা।
বরং উপভোগ করছেন শীত।ঠান্ডায় জলপাইগুড়ি রাজবাড়ি দিঘিতে মর্নিং ওয়াক,ব্যায়াম, যোগায়
ব্যস্ত পুরুষ মহিলা।
বাঁকুড়া জেলার
তাপমাত্রার পারদ ফের ঊর্দ্ধমুখী। গত দুদিনের পর তাপমাত্রার পারদ আজও চড়েছে।আজ জেলার
তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। রয়েছে উত্তুরে হাওয়ার দাপটও। গত রাত্রি থেকেই কনকনে
ঠান্ডা হাওয়ার অনুভূতি।
পশ্চিম বর্ধমানে,তাপমাত্রার
পারদ আরও কিছুটা নামল। আজ আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ে
৮ ডিগ্রি কিছুটা উপরে। উত্তরে হওয়ার দাপটে জনজীবন প্রভাবিত হয়েছে । সকাল ১১ টার পর
থেকেই মানুষজন বেশি করে রাস্তায় নামছেন। বিশেষ করে সকালবেলা ও বিকেলে পর থেকে কনকনে
ঠান্ডা অনুভূত হচ্ছে।