উত্তরপ্রদেশে সাংবাদিককে গুলি করে খুন, আটক ৩

নিউজটাইম ওয়েবডেস্ক : সাংবাদিক খুনের ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। সোমবার রাতে বালিয়া জেলায় খুন করা হয় ৪২ বছরের সাংবাদিক রতন সিংকে। পুলিশ জানিয়েছে, একটি বেসরকারি টিভি চ্যানেলের রিপোর্টার হিসেবে কাজ করতেন রতন। গতকাল রাতে তাঁকে গুলি করে খুন করা হয়েছে। ঘটনার অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ।

সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরেই সাংবাদিককে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। ফেফনার সার্কেল অফিসার চন্দ্রশেখর সিং জানিয়েছেন যে, ‘গুলি করার আগে রতনকে মারধর করা হয়েছিল। গ্রাম প্রধান সীমা সিংয়ের বাড়িতেই এই ঘটনা ঘটেছে। সীমার স্বামী ঝাবর সিং বর্তমানে ফেরার। তবে নিহতের পরিবারের তরফে এখনও পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি।’

এডিজি (আইন-শৃঙ্খলা) প্রশান্ত কুমার জানিয়েছেন, প্রতিবেশী ও পরিবারের লোকেদের সঙ্গে নিহত রতন সিংয়ের বিবাদ ছিল। সোমবার ঝামেলা চরমে উঠতেই ওকে গুলি করে খুন করা হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube