
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাসের প্রকোপের জেরে লকডাউন নিষিদ্ধ হয়েছে জমায়েত। তারপরেও উঠতে চাননি দিল্লির শাহিনবাগের বিক্ষোভকারীরা। গত বছরের ১৫ ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর তার প্রতিবাদে দিল্লির রাস্তায় প্রতিবাদে বসেছিলেন বহু। অবশেষে প্রায় একশো দিন বাদে পুলিশ উচ্ছেদ করল শাহিনবাগের প্রতিবাদীদের।
দিল্লি পুলিশ জানিয়েছেন যে লকডাউন শুরু হওয়ার ফলে শাহিন বাগের বিক্ষোভকারীদের সরে যাওয়ার অনুরোধ করা হয়। কিন্তু তারা মানেন নি সেই কথা তাই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। শাহিনবাগ খালি করে কিছু আইনভঙ্গকারীদের আটক করা হয়েছে বলেও পুলিশ কর্তা জানিয়েছেন। প্রসঙ্গত লকডাউন শুরু হওয়ার পর দক্ষিণ-পূর্ব দিল্লির শাহিনবাগ অনেকটা খালি হয়ে গিয়েছিল। পাঁচজন ছাড়া সবাই চলে গেছিল, কিন্তু লড়াইয়ের প্রতীক হিসাবে নিজেদের চটি তারা সেখানে রেখে যায়। প্রায় তিন মাস পরে খালি হল শাহিনবাগ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022