
ফের দেওয়া হলো উচ্ছেদের নোটিশ । ক্ষোভে ফুঁসছেন হাসপাতাল এলাকায় বসবাসকারী পরিবারগুলি । হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল লাগোয়া ১২টি পরিবারকে উচ্ছেদের নোটিশ দিল সরকার । ৬ই এপ্রিলের মধ্যে তাদেরকে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে ।
এসডিওর নোটিশ ও অর্ডার শিট নিয়ে বুধবার হাবড়া থানার তরফে হাসপাতাল এলাকার ওই পরিবারগুলিকে নোটিশ দিতে দেখা গেল । পঞ্চাশ, ষাট বা সত্তর বছর ধরে হাসপাতাল এলাকায় বসবাস করছে ওই পরিবারগুলি ।
বাসিন্দারা জানান, জায়গার দলিল পত্র থেকে শুরু করে, বাড়ি তৈরীর প্ল্যান তৈরির পৌরসভার ছাড়পত্র, ট্যাক্সের কাগজ, সমস্ত কিছুই রয়েছে তাদের কাছে ।তার উপর, পুরসভার তরফ থেকে কিছুদিন আগেই গঙ্গার পানীয় জলের লাইন ওই বাড়িগুলিতে দেওয়া হয়েছে । এরপরেও বারবার নোটিস দেওয়াতে তারা যথেষ্ট সমস্যায় পড়েছেন ।
তারা জানান, নিজেদের সংসার চালিয়ে, আইনি নোটিশের পরিপ্রেক্ষিতে বারবার আদালতে উকিল ধরে কেস চালাতে গিয়ে মোটা টাকা খরচ করতে হচ্ছে তাদের ।তাদের বক্তব্য, নোটিশে যাই লেখা থাকুক না কেন, নিজেদের পিতৃপুরুষদের বাড়ি ছেড়ে তারা কোথাও যাবেন না ।
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023