
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আতঙ্ক যেন পিছু ছাড়ছেনা। এই করোনাকে নিয়েই আমাদের সকলকে আগামী দিনগুলো কাটিয়ে দিতে হবে বলে ইতিমধ্যেই জানিয়েছেন বিশেষজ্ঞ থেকে শুরু করে গবেষকেরা। ঠিক কবে এই মারণ ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হবে সেবিষয়েও এখনও স্পষ্ট ভাবে কিছু জানাতে পারছেননা গবেষকরা। তাই আগামী দিনগুলিতে আমাদের করোনা ভাইরাসের জন্য সামাজিক দূরত্ব এবং মাস্ক পরার মতো বিষয়গুলিকে মাথায় রেখেই চলতে হবে। আর ঠিক সেকারনেই এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বাকি পরিক্ষার দিনগুলিতে মাস্ক দেওয়ার জন্য জেলাশাসকদের চিঠি দিলেন স্কুল শিক্ষা দফতরের সচিব।
করোনার জেরে পরীক্ষা চলতে চলতে বাতিল করে দেওয়া হয় উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরিক্ষা। সেই পরিক্ষা ২৯ জুন, ২ ও ৬ জুলাই নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর। কিন্তু রাজ্যের এই করোনা পরিস্থিতির দিকটি বিবেচনা করে এবং পরীক্ষার্থীদের স্বাস্থ্যের দিকটি মাথায় রেখে পরীক্ষাগুলির দিন প্রতি পরীক্ষার্থীকে যেন একটি করে মাস্ক দেওয়া হয় জেলাশাসকদের কাছে সেই আর্জিই জানাল ন স্কুল শিক্ষা দফতর। একইসাথে পরীক্ষার আগে নির্ধারিত স্কুলগুলি স্যানিটাইজ করার কথাও বলা হয় সেই সেই চিঠিতে। করোনা আবহে পরীক্ষা হলেও বেশ কিছু সুনির্দিষ্টভাবে কিছু নিয়ম মেনে চলার কথা বলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, পরীক্ষাতে বসা প্রতিটি পরিক্ষার্থীকে স্যানিটাইজার আনতে হবে। মাস্ক থাকবে বাধ্যতামূলক। পরীক্ষাকেন্দ্রে প্রত্যেকটি বেঞ্চে একজন করেই পরীক্ষার্থী বসতে পারবেন। দুটি বেঞ্চের মধ্যের বেঞ্চটি সবসময় ফাঁকা থাকবে।Latest posts by news_time (see all)
- দুর্ঘটনায় মৃত্যু পরিজায়ী শ্রমিকের - June 3, 2023
- দুর্ঘটনায় গুরুতর জখম, খোয়া গিয়েছে টাকাও - June 3, 2023
- দুর্ঘটনার কবলে একই পরিবারের ৩ সদস্য, নিখোঁজ ২! - June 3, 2023