ঈদের “বাদশাহী” শুভেচ্ছা

।। স্বর্ণালী মান্না ।।

আজ পবিত্র ঈদ । খুশিতে মেতে উঠেছে গোটা দেশ ।বাদ পড়েননি সেলেবরাও । প্রতিবারের প্রথা মতো অনুরাগীদের দেখা দিলেন “কিং খান” । মুম্বাইয়ের এই গরমের মরশুমেও তাদের প্রিয় তারকার এক ঝলক দেখতে মরিয়া ভক্তরা ।

সকাল থেকেই মন্নতের বাইরে ভিড় লেগেছিল ভক্তদের । সবারই আশা ছিল আজ ঈদের দিন একবার হলেও চোখের দেখা দেখতে পাবেন তাদের “বাদশাহ”-কে । নিরাশ করেননি তিনিও । সাদা টিশার্ট ও নীল ডেনিম পরে ভক্তদের দর্শন দিলেন তিনি । তবে এবার তিনি একা নয়, সঙ্গে করে নিয়ে এলেন ছোট্ট আব্রাম-কে ।

অনুরাগীদের দেখে হাত নাড়লেন শাহরুখ । বাবাকে দেখে হাত নাড়ে ছেলেও । ইনস্টাগ্রামে নিজের ছবির কিছু কোলাজ দিয়ে ভালবাসার বার্তা দিলেন তিনি ।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল শাহরুখের ছবি “পাঠান” । এই ছবি দিয়েই তিনি দর্শককে আবার সিনেমা হলে ফিরিয়ে এনেছেন । পরবর্তীকালে তাঁকে রাজকুমার হিরানির ছবি “দুনকি”-তে ভিকি কৌশলের সাথে দেখা যাবে বলে শোনা যাচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube