ইয়েস ব্যাঙ্ককে বাঁচাতে এবার মাঠে নামল এসবিআই

নিউজটাইম ওয়েবডেস্ক : ইয়েস ব্যাঙ্কের শেয়ার নিয়ে আগে থেকেই চলছিল আলোচনা। তবে শনিবার একটি সাংবাদিক বৈঠক করে ইয়েস ব্যাঙ্কের শেয়ার কেনার কথা জানালেন এসবিআই। এদিন এসবিআই-এর তরফে জানানো হয়, ইয়েস ব্যাঙ্কের ৪৯ শতাংশ শেয়ার কিনতে চলেছে তারা। আর তার জন্য মোট ২৪৫০ কোটি টাকা খরচ হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। এই সংক্রান্ত একটি রিপোর্ট আগামী সোমবার আরবিআই-কে দিতে চলেছে এসবিআই।

কিন্তু বার বার এইভাবে বেসরকারি ব্যঙ্ক সমস্যায় পড়লে তা সরকারের জন্য ইতিবাচক হবেনা বলে দাবি করেছেন অর্থনীতিবিদরা। তাঁদের কথায় এইভাবে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক দিয়ে ‌যদি বেসরকারি ব্যাঙ্ক গুলির আর্থিক সমস্যা দূর করার পরিকল্পনা করা হয়, সেক্ষেত্রে সবথেকে বেশি পরিমানে টান পড়বে সরকারের ভাঁড়ারে। তাই পরিস্থিতি ঠেকাতে অংশিদারিত্ব কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ইতিমধ্যেই আরও বেশ কিছু বিনিয়োগকারী ইয়েস ব্যাঙ্কে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছে।  

তবে ইয়েস ব্যাঙ্ক নিয়ে আরবিআই-এর তরফে বুধবার একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকায়, ব্যঙ্কের আমানকারীদের টাকা তোলার ক্ষেত্রে ৫০,০০০ টাকা সীমাবদ্ধ করা হয়েছে। তবে এই ৫০ হাজারের উর্ধ্বসীমা পড়াশুনো , অসুস্থতা ও বিয়ের ক্ষেত্রে প্র‌যোজ্য হবেনা। ড্রাফট বা পে-অর্ডারের ক্ষেত্রে  কোন ঊর্ধ্বসীমার কথা বলা হয়নি। এছাড়া ইয়েস ব্যাঙ্কে বর্তমানে প্রায় ২০ হাজার কর্মী রয়েছেন। তাঁদের আশঙ্কা দূর করে এদিন ঠিকঠিক ভাবে তাঁদের বেতন মেটানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ব্যাঙ্কের তরফে।

‌যদিও আগে থেকেই ইয়েস ব্যাঙ্ককে বাঁচাতে এসবিআই ও এলআইসি-এর ওপর ভরসা করেছিল কেন্দ্র সরকার। এমনকি সেবিষয়ে তাদের সাথে আলোচনা চালাচ্ছিল সরকার।  কেন্দ্রীয় সরকারের চেয়েছিল ব্যাঙ্ক অব ইন্ডিয়া ও এলআইসি যৌথভাবে ইয়েস ব্যাঙ্কের ৪৯ শতাংশ অংশীদারিত্ব নিক। তবে সেক্ষেত্রে আপত্তি জানায় রিজার্ভ ব্যাঙ্ক।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube