
নিউজটাইম ওয়েবডেস্ক : ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত না হওয়ায় এদিন বিধানসভায় দাঁড়িয়ে দুঃখপ্রকাশ করলেন মমতা বন্দোপাধ্যায়। তাঁর কথায়, “তখন ইউপিএ সরকারে ছিলাম। প্রকল্পের টাকা জোগাড় করতে তখন চোখের জল ফেলতে হয়েছিল । আমার ছবির দরকার ছিল না। একটা খবর তো দিতে পারত।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার সল্টলেকে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। উদ্বোধন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেন্দ্রের তরফে আমন্ত্রণ না জানানোর ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। তবে শুধু মুখ্যমন্ত্রী নয়, পুরমন্ত্রী, মুখ্যসচিব কাউকেউ আমন্ত্রণ জানানো হয়নি বলে জানানো হয়েছে শাসকশিবিরের তরফে। তবে এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন, স্থানীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক সুজিত বসু এবং কৃষ্ণা চক্রবর্তী। তবে তৃণমূল সুপ্রিমোকে আমন্ত্রণ না জানানোর অভিযোগে রাজ্য এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করে। তবে রাজ্যের এই অভিযোগ একেবারে উড়িয়ে দিয়ে মেট্রো কর্তৃপক্ষ। তাদের পাল্টা দাবি, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়া বৃহস্পতিবার সকালেও মেট্রোর এক আধিকারিক ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর জন্য নিজে নবান্নে যান। রেলমন্ত্রী পীযূষ গয়ালের নির্দেশে মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করা হয়েছে বলেও দাবি করা হয় রেলের তরফে। কিন্তু শেষ পর্যন্ত রাজ্য সরকারে তরফে কোনও মন্ত্রীকেই দেখা যায়নি ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে। এবিষয়ে বাবুল সুপ্রিয় বলেন, “রাজ্যের কেউ থাকলে ভালো লাগত।”Latest posts by news_time (see all)
- কথা রাখছেন সলমন খান - March 24, 2023
- “সব চোরেদের পদবী মোদীই কেন হয়?” বিপাকে রাহুল গান্ধী - March 24, 2023
- চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন - March 24, 2023