
বীরভূম: মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে, প্রশিক্ষণ নেওয়ার ডাক পেল বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত কীর্ণাহারের সৃঞ্জা মল্লিক । এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় খুশির হাওয়া ।
এবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা “ইসরো”-র আয়োজিত ১৪ দিনের প্রশিক্ষণ শিবিরে ডাক পেল কীর্ণাহারের সৃঞ্জা মল্লিক । উল্লেখ্য মহাকাশ বিজ্ঞান সম্পর্কীয় “অন্তরীক্ষ জিজ্ঞাসা”অনুষ্ঠানে যুববিজ্ঞানী কার্যক্রম অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৪-২৭ মে । অন্ধপ্রদেশের শ্রীহরিকোটার ওই শিবিরেই অংশগ্রহণ করতে চলেছে সৃঞ্জা । আর এহেন সুযোগে স্বভাবতই আপ্লুত সে । এক্ষেত্রে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রয়াত মিসাইল ম্যান এপিজে আবদুল কালামের কাজ ও জীবন শৈলী থেকে সে অনুপ্রাণিত হয়েছে বলেও জানিয়েছে নবম শ্রেণীর ছাত্রী সৃঞ্জা ।
বর্তমানে বীরভূমের নূতনগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সৃঞ্জা । বাবা সৌম্যজিৎ মল্লিক ও মা অদিতি মল্লিক ওই স্কুলেরই শিক্ষক-শিক্ষিকা ।সু-সংস্কৃতিমূলক পরিবেশে কীর্ণাহার স্টেশন পাড়ায় একমাত্র কন্যাকে নিয়ে বসবাস করেন মল্লিক দম্পতি । ছোটো থেকেই অত্যন্ত মেধাবী সৃঞ্জা ইতিমধ্যেই নানান প্রতিযোগিতায় বহু পুরস্কার অর্জন করেছে, আর এবার ইসরো আয়োজিত এক সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারে ১৪ দিনের কর্মশালায় যোগ দেওয়ার দুর্লভ সুযোগ পেতে চলেছে সৃঞ্জা ।
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023