ইরানে করোনায় মৃত্যু ৩ ভারতীয় তীর্থ‌যাত্রীর

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আক্রান্ত ৩ জন ভারতীয়  তীর্থ‌যাত্রীর মৃত্যু হল ইরাণে। এই ৩ জনই ছিলেন লাদাখের বাসিন্দা। গত সপ্তাহেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয় ইরণে প্রায় ২৫৫ জন তীর্থ ‌যাত্রী আটকে আছে, এবং এঁরা সকলেই করোনায় আক্রান্ত। 

লাদাখের এক ‌ট্রাভেল এজেন্ট সংবাদ মাধ্যমকে জানান, প্রথম ব্যক্তির মৃত্যু হয় মার্চ মাসের প্রথম সপ্তাহ নাগাদ। এই ব্যক্তির বয়স ছিল ৬০ বছরের উপরে। ইরাণএর কোম শহরের এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের তরফ থেকে তাঁদের জানানো হয় এই ব্যক্তির মৃত্যু হয় করোনা ভাইরাসের জেরে। 

বিদেশ মন্ত্রক আগেই ১৯ মার্চ ইরাণএ এক ভারতীয়র মৃত্যুর কথা ঘোষণা করেন। তবে এই ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছু জানানো হয়নি। ‌যদিও ঐ ট্রাভেল এজেন্ট জানান ১২ মার্চ ও ২০ মার্চ  আরও দুই তীর্থ‌যাত্রার মৃত্যু হয়েছে। তিনি জানান মাশাদে শহরের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে এই দুই পঞ্চাশোর্ধো দুই ব্যক্তির। এঁদের মধ্যে একজনের মৃত্যুর কারণ হিসেবে করোনার কথা বলা হলেও দ্বিতীয়জনের মৃত্যুর কারণ হিসেবে কিছু দেখানো ‌যায়নি। 

ভারতে থেকে তীর্থে ‌গিয়ে আটকে পড়া ‌যাত্রীদের ফিরিরয়ে আনার জন্য ভারত সরকার ও ইরাণ সরকারের মধে মধ্যস্থতা করার জন্য তৈরি করা হয় একটি ৫ সদস্য বিষিষ্ট দল, এই ট্রাভেল এজেন্টও সেই দলের একজন সদস্য। এই দল ভারত সরকারকে ইতিমধ্যেই এই তিন মৃত্যুর কথা জানিয়েছে বলা হয়। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube