
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।
ইপিএলে জোর টক্কর আর্সেনাল- ম্যান সিটির। বোর্নমাউথের বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিয়ে ইপিএলে শীর্ষস্থান ধরে রাখল গানার্সরা। শনিবার রাতে আর একটু হলেই পচা শামুকে পা কাটছিল আর্সেনালের। ২ গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলে রুদ্ধশ্বাস জয় পায় বেন হোয়াইট-নেলসনরা। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লিগ টপার গানার্সরা। সম সংখ্যক ম্যাচ খেলে ম্যান সিটির পয়েন্ট ৫৮।শনিবার নিউক্যাসেলের বিরুদ্ধে ২-০ গোলে জিতল সিটিজেনরা। স্কাই ব্লুজদের জয়ের নায়ক ফোডেন, বার্নান্দো সিলভা। সাপ লুডোর লিগের লড়াই কিন্তু জমে উঠেছে।Latest posts by news_time (see all)
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023
- জাতীয় শিবিরে ডাক পেলেন রোনাল্ডো - March 18, 2023