ইন্দ্রনীল সেন, রাজ চক্রবর্তীকে ধমক মমতার

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নেতা মন্ত্রীদের সঙ্গে তিনি কেমন আচরণ করেন তা সকলেরই জানা। কখনও তাঁকে দেখা যায় খোলা মনে প্রশংসা করতে, আবার প্রয়োজনে কড়া ভাষাতেও সামলে থাকেন তাঁর দলের কর্মীদের। এইবার তাঁর মুখ থেকে ধমক শুনলেন ইন্দ্রনীল সেন। এদিন কলকাতার নজরুল মঞ্চে দলীয় কর্মসূচী নিয়ে আলোচনা করেন তিনি। সেখানেই ইন্দ্রনীল সেনের কাজের ভূমিকা নিয়ে প্রশ্ন  তোলেন তিনি।

এদিন সভায় তিনি প্রশ্ন তোলেন, দলের সাংস্কৃতিক সেল কেন সক্রিয় নয় ? উত্তরে ইন্দ্রনীল সেন বলেন, সাংস্কৃতিক বিষয় দেখার দ্বায়িত্ব দেওয়া আছে রাজ চক্রবর্তীর উপর। এরপরই প্রকাশ্য সভার মাঝে মুখ্যমন্ত্রীর ধমক শুনতে হল তাঁকে। মুখ্যমন্ত্রী  রেগে গিয়ে বলেন, ‘তুমি শুধু গান গাইবে, আর রাজকে দ্বায়িত্ব দেওয়া হবে !’    

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube