নিউজটাইম ওয়েবডেস্ক :
ইন্দোরে প্রথম দিনে উলট পুরান। স্পিনিং উইকেটে পাল্টা চাপে পড়ে গেল ভারতই। রীতিমত ঘুর্ণি উইকেটে মাত্র ১০৯ রানেই শেষ ভারতের প্রথম ইনিংস। পাল্টা ব্যাট করতে নেমে কিন্তু অস্ট্রেলিয়া ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে ভাল রকমই লড়ে গেল। দিনের শেষে অজিদের রান ৪ উইকেটে ১৫৬। এখনই লিড ৪৭ রানের। প্রথম দিনের শেষে চাপে পড়ে গিয়েছে ভারতই।
ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান কোহলির ২২। অস্ট্রেলিয়ার তিন স্পিনারের মধ্যে ম্যাথু কুমোন ১৬ রানে ৫ উইকেট নিলেন। লায়নের ঝুলিতে ৩৫ রানে ৩ উইকেট। মারফি নিয়েছেন ২৩ রানে ১ উইকেট। অথচ টার্নিং ট্র্যাকে দাঁড়িয়ে ৬০ রানের লড়াকু ইনিংস খেলে গেলেন অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা। ৩১ রান করলেন লাবুশানে ও স্মিথ করেন ২৬ রান। ভারতীয়দের মধ্যে রবীন্দ্র জাদেজা একাই ৪ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে রাখলেন দলকে।