ইন্টেলের সহ-প্রতিষ্ঠাতার জীবনাবসান

স্বর্ণালী মান্না

চলে গেলেন ইন্টেলের সহ-প্রতিষ্ঠাতা গর্ডন মুর । ২৪শে মার্চ তাঁর হাওয়াইয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর । ১৯৬০ সালে তাঁর দূরদর্শীতা কম্পিউটারের যুগে প্রযুক্তিগত উন্ন্যয়ন আনে । হতে চেয়েছিলেন শিক্ষক তবে পরবর্তীকালে মাইক্রোচিপ প্রস্তুতকারীর শিল্পে বিনিয়োগ করে হন কোটিপতি ।

এছাড়াও ল্যাপটপকে কোটি কোটি মানুষের হাতের মুঠোয় নিয়ে আসেন মুর । টোস্টার থেকে শুরু করে এরোপ্লেনেও মাইক্রোপ্রসেসার দেওয়ার কৃতিত্বও তাঁর ।

মুর ও তাঁর সহকর্মী রবার্ট নয়েস ১৯৬৮ সালে ইন্টেল স্থাপন করেন । ১৯৭৫ সালে তিনি ইন্টেলের প্রেসিডেন্ট হন । এর পর ১৯৭৯ সালে তিনি বোর্ডের চেয়ারম্যান ও সিইও পদে যোগ দেন ।  

তাঁর স্ত্রী, বেটি মুরের সাথে তিনি প্রচুর পরোপকারী কাজ করেছেন । ২০০১ সালে গড়ে তোলেন  গর্ডন অ্যান্ড বেটি মুর ফাউন্ডেশন । দান করেন ইন্টেলের ১৭৫ মিলিয়ন শেয়ার । ২০০১ সালে ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজিকে ৬০০ মিলিয়ন আমেরিকান ডলার দান করেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube