
নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতীয় ডাক বিভাগের বিশেষ খামে এবার জায়গা করে নিল বাঁকুড়ার ঐতিহ্যবাহী বিকনার ডোকরা শিল্প ও বিষ্ণুপুর সঙ্গীত ঘরানা। বুধবার বাঁকুড়া শহরের এডওয়ার্ড মেমোরিয়াল হলে এই বিশেষ খামের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। হাজির ছিলেন ভারতীয় ডাক বিভাগের চিফ পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেল জে.চারুকেশী, দক্ষিণবঙ্গ রিজিওনের পি.এম.জি শশী শালিনী কুজুর প্রমুখ।
ভারতীয় ডাক বিভাগের চিফ পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেল জে.চারূকেশী এদিন বলেন, বাঁকুড়ার ঐতিহ্যবাহী শিল্পকর্ম ও সংস্কৃতিকে ভারতীয় ডাক বিভাগ তুলে ধরার চেষ্টা করছেন। সেই কর্মসূচীর অঙ্গ হিসেবে এদিন বিকনার ডোকরা শিল্প ও রবীন্দ্র স্মৃতিধন্য বিষ্ণুপুর সঙ্গীত ঘরানাকে বিশেষ খামের মাধ্যমে তুলে ধরা হলো। আগামী দিনে ডাক বিভাগের হাত ধরে সারা দেশের মানুষের কাছে পৌঁছে যাবে বাঁকুড়ার এই ঐতিহ্যবাহী শিল্পকর্ম ও সঙ্গীত ঘরানা। একই সঙ্গে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী মন্দির গুলিকে নিয়ে এই ধরণের কাজের ভাবনা ডাক বিভাগের আছে বলেও তিনি জানান।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023