ইতালিতে আটক ভারতীয় পড়ুয়াদের নিয়ে দেশে ফিরছে এয়ার ইন্ডিয়ার বিমান

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে আতঙ্কে রয়েছে গোটা বিশ্ব। চিন থেকে এক এক করে এই ভাইরাস বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে। আর সেই তালিকা থেকে বাদ ‌যায়নি ইতালিও। করোনা ভাইরাসের জেরে সেদেশে বেশ কিছু ফ্লাইট বাতিল থাকার কারনে ২১১ জন ভারতীয় পড়ুয়া আটকে পড়েন। শনিবার তাঁদের উদ্ধারের জন্য এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান ইতালিতে পাড়ি দেয়। এমনকি তাঁদের সকলকে নিয়ে ইতিমধ্যেই ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে ওই বিমানটি।

ইতালির রাম ও মিলান সহ বিভিন্ন জায়গায় বন্দি অবস্থায় ছিল ওই ২১১ জন পড়ুয়া। অবশেষে সরকারি উদ্যোগে তাঁদের ফেরানোর ব্যবস্থা করা হল। বিশ্বব্যপী এই মহামারীর মধ্যেও তাঁদের উদ্ধারের জন্য ভারত সরকারের এই পদক্ষেপে বেশ খুশি ওই শিক্ষার্থীরা। ‌এমনকি ‌যাঁরা তাঁদের এই ফেরার ব্যপারে সক্রিয় ভূমিকা পালন করেছেন তাঁদের বিশেষ ধন্যবাদও জানিয়েছেন পড়ুয়ারা।

ইতিমধ্যেই ভারতে করোনা ভাইরাস মহামারীর আকার নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’এর তরফে এই ভাইরাসকে ‘বিশ্ব মহামারী’র তকমা দেওয়া হয়েছে। সংক্রমণ রুখতে নানা ব্যবস্থা নেওয়া হলেও ক্রমবর্ধমান আক্রান্তের সংখ্যা।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube