
নিউজটাইম ওয়েবডেস্ক :
কেরল সরকারের কল্যান প্রকল্প লাইফ মিশনের জন্য বরাদ্দ অর্থ নয়ছয় এবং বেআইনি লেনদেন চলছে এমনই অভিযোগ। এই বিষয়ে তদন্ত চালাচ্ছে তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই কেরলের মুখ্যমন্ত্রী কে পিনারাই বিজয়নের প্রাইভেট সেক্রেটারি রবীন্দ্রনের নাম উঠে এসেছে দুর্নীতিতে। বিদেশি মুদ্রা লেনদেনে অনিয়ম করেছেন তিনি, এমনই অভিযোগ। প্রসঙ্গত, সোনা পাচার মামলাতেও মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারির নাম রয়েছে। সোনা পাচার মামলায় মূল অভিযুক্ত ‘স্বপ্না সুরেশ’র সঙ্গে মুখ্যমন্ত্রীর অফিসের যোগাযোগ রয়েছে, এমনই তথ্য উঠে এসেছে ইডির হাতে। এমনকি অভিযুক্ত এও বলেছেন, যে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর দফতরের আমলাদের যোগ রয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী কে পিনারাই এর ঘনিষ্ঠ রবীন্দ্রনের সঙ্গে স্বপ্না সুরেশের সরাসরি যোগ খুঁজে পেয়েছে ইডি। এমনকি টেলিফোন হোয়াটস অ্যাপেও তাঁদের কথোপকথন হত, সেই প্রমাণও হাতে পেয়েছে তদন্তকারী সংস্থা। অন্যদিকে লাইফ অ্যান্ড মিশন প্রকল্পে দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীর প্রাক্তন সচিব শিবশঙ্করকে গ্রেফতার করেছে সিবিআই। কেরলের রাজ্য রাজনীতি ক্রমেই গরম হয়ে উঠেছে। দূর্নীতির খোলস খুলতে তৎপর হয়ে উঠেছে রাজ্যপাল আরিফ মহম্মদ খান। ইডি ও সিবিআই দুর্নীতির দায়ে যে সরকারী কর্মচারীদের গ্রেফতার করেছে, বা যাদের দিকে অভিযোগের তির রয়েছে তারা সকলেই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ। তাই মুখ্যমন্ত্রী কে পিনারাইও তদন্তকারী সংস্থার নজরে রয়েছে। প্রয়োজনে মুখ্যমন্ত্রীকেও জেরা করতে পারেন এমনটাইLatest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023