
ইডির নজরে কুন্তল ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ।
আদালতে ইডির দাবি – কুন্তলের দুটি বেসরকারি ব্যাংক এর দুটি অ্যাকাউন্টে প্রায় সাড়ে ৬ কোটি টাকা লেনদেন হয়েছে, তা এখন ইডির নজরে। এই সাড়ে ৬ কোটি টাকার মধ্যে বেশির ভাগ টাকাই টলিউড-এ শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও-তে ব্যবহার করা হয়েছে।
অংশীদারি ফার্ম করার মাধ্যমে বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রীদের টাকা দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে । তারকাদের বিলাসবহুল গাড়ি কিনে দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বনি সেনগুপ্তকে ৪৪ লক্ষ টাকা ও সোমা চক্রবর্তীকে ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা দিয়েছিলেন কুন্তল ঘোষ । ইডি সোমা ও বনিকে জিজ্ঞাসাবাদ করায় তাঁরা জানান , তখন তাঁরা জানতেন না ওই টাকা নিয়োগ দুর্নীতির টাকা। যার মাধ্যমে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হচ্ছে। তাই তাঁরা যখন জানতে পেরেছেন এটা নিয়োগ দুর্নীতির টাকা তখনই সঙ্গে সঙ্গে ইডি কে ফেরত দিয়েছে। কুন্তল এখনো পর্যন্ত এই দুটি ব্যাংক অ্যাকাউন্ট এর মধ্যে ৬.৫ কোটি টাকার লেনদেন সম্পর্কে কোনো তথ্য জমা দেয়নি ইডি কে।
- হাজিরা এড়ালেন কালীঘাটের কাকু? - March 20, 2023
- রেল স্টেশনের টিভিতে ‘অ্যাডাল্ট মুভি’! হতবাক সকলেই - March 20, 2023
- এখনও অসুস্থ বিগ বি? - March 20, 2023