Notice: Undefined offset: 0 in /home4/newstime/public_html/wp-content/themes/newsium/functions.php on line 406

ইঞ্জিনিয়ার থেকে অভিনেতা, জন্মদিনে প্রকাশ্যে এল ভিকির জীবনের অজানা কথা

নিউজটাইম ওয়েবডেস্ক : আজ তাঁর জন্মদিন। ৩২-এ পা দিলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। যদিও লকডাউনের জেরে খুব আড়ম্বর সহকারে পালিত হবেনা জন্মদিনের অনুষ্ঠান, তাও কিছু সেলিব্রেশন তো থাকবেই। যা একেবারেই ব্যক্তিগতভাবে। আগে থেকেই সেবিষয়ে পরিকল্পনা করে রেখেছিলেন অভিনেতা। আর সেই মতোই এই বিশেষ দিনটি নিজের প্রিয় মানুষদের সঙ্গে সেলিব্রেট করলেন ভিকি। 

বর্তমানে বলিউডের সফল অভিনেতাদের তালিকায় নাম লিখিয়েছেন ভিকি কৌশল। নিজের অভিনয় দক্ষতার করনে জনপ্রিয়তায় পেয়েছেন। তবে শুধুমাত্র অভিনয় জগতেই নয়, পড়াশোনাতেও তিনি ছিলেন অত্যন্ত তুখোড়। হঠাৎ করেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর পদার্পণ ঘটে ফিল্ম ইন্ডিস্ট্রির অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশলের ছেলে।  প্রথমে তিনি ইঞ্জিনিয়ারিং পড়তে যান। পড়া শেষ করে চাকরির জন্যও চেষ্টা করেন। কিন্তু তিনি প্রথম থেকেই অনুভব করেছিলেন চাকরি জীবন তাঁর জন্য নয়। নিজের চাকরি জীবন প্রসঙ্গে ভিকি বলেন, ”২০০৪-২০০৯ আমি ইঞ্জিনিয়ারিং পড়ি। আমি ক্যাম্পাস ইন্টারভিড দিতেও গিয়েছিলাম। কিন্তু আমি জানতাম ইঞ্জিনিয়ারিং আমার জন্য নয়। আর সেদিনই প্রথম অভিনয়ের চিন্তা আমার মাথায় আসে। তারপরই আমি অভিনয় নিয়ে লেগে পড়ি। ছোটবেলায় মঞ্চে ভালো অভিনয় করতাম। অমল পালেকর আমার পছন্দের অভিনেতা। ওনার সিনেমার ওই দৃশ্যের মত আমি টাই পরে ইন্টারভিউ দিতে চেয়েছিলাম।” তিনি আরও বলেন, ”আমি জানতাম আমি কোন ইন্টারভিউ দিয়ে অভিনেতা হতে পারব না। তবুও ওই ভালোলাগা থেকেই আমি ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। গ্রুপ ডিসকাশন রাউন্ড পার করে আমি ইন্টারভিউ রাউন্ড পর্যন্ত পৌঁছেও গিয়েছিলাম। তবি আমি চিন্তিত ছিলাম না, কারণ, কোনওদিনই আমি চাকরি করতে চাই নি।”

অভিনেতা জানান, সেখানে ইন্টারভিউ দেওয়ার পর তিনি চাকরিটা পেয়ে যান। কিন্তু চাকরি করতে আর তিনি যাননি। তারপরেই মূলত অভিনয় জগতে পা রাখেন ভিকি। নিজের ৩২ বছরের জন্মদিনে নিজের কেরিয়ার শুরুর দিনগুলোই তাঁর ফ্যানেদের উদ্যেশ্য়ে তুলে ধরেন অভিনেতা।

একইসাথে নিজের ইনস্টাগ্রাম এদিন জন্মদিন সেলিব্রেশনের ছবিও পোস্ট করেন বার্থডে বয়। তবে কেকের পরিবর্তে অভিনেতার সেলিব্রেশনের উপকরণ ছিল কফি, ফ্রাইস, চিজবার্গারই। ভিকির পরনে এদিন ছিল সাদা শার্ট। একইসাথে অভিনেতাকে এদিন সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ভক্ত থেকে শুরু করে সহকর্মী ও বন্ধুরাও।

 
Inform others ?
Show Buttons
Hide Buttons