
নিউজটাইম ওয়েবডেস্ক : অরিজিৎ সিং এর কন্ঠস্বরের ভক্ত সংখ্যা অগুন্তি।সঙ্গীতশিল্পী বাঙালি হওয়ায় এখানেও তাঁর অনুরাগী বেশি। অরিজিৎ সিং এর গানের শো হবে কলকাতায়, এই বার্তা বহুদিন আগেই পৌঁছে গিয়েছিল শ্রোতাদের কাছে। সেই অনুষ্ঠানের টিকিটের চড়া দাম নিয়েও কম বিতর্ক হয়নি। তবুও টাকার তোয়াক্কা না করেই, টিকিট কেটেছেন ভক্তরা। আগামী ১৮ ফেব্রুয়ারি, শনিবার ইকো পার্কে এই গানের অনুষ্ঠান হওয়ার কথা। কিন্তু সেই অনুষ্ঠান নিয়েই ঘনাচ্ছে আশঙ্কার মেঘ।
ইকো পার্কে বাতিল হতে পারে অরিজিতের শো, এমনটাই শোনা যাচ্ছে।অনুষ্ঠান বাবদ হিডকো কর্তৃপক্ষকে যে অগ্রিম অর্থ দেওয়া হয়েছিল তা ফেরত দিয়েছেন তাঁরা। এদিকে বিকিয়ে গিয়েছে অনুষ্ঠানের টিকিট। তাই খানিকটা অসুবিধায় পড়েছেন আয়োজোকরা। মিলনমেলা প্রাঙ্গন, অ্যাকোয়াটিকা কিংবা নিকো পার্কে, এই অনুষ্ঠান করানোর ভাবনাচিন্তা হচ্ছে। বিনোদনমূলক অনুষ্ঠানের জন্য ইকো পার্কের ক্ষতি হয়েছে বিস্তর, তাই জন্যই হিডকো কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে।অন্যদিকে অরিজিতের লাইভ গান শুনতে মুখিয়ে আছেন ভক্তরা। ইকো পার্ক না হলে, অন্য কোথায় এই অনুষ্ঠান সরিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে চিন্তায় পড়েছেন উদ্যোক্তারা।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023