ইউরোপে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৬৯০০০

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসের কড়াল গ্রাস পড়ল এবার ইউরোপে।করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল ইউরোপে। অন্যদিকে চিনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৬৬৫-তে। আক্রান্তের সংখ্যা ৬৯০০০ ছাড়িয়েছে। এর শেষ কোথায় তার উত্তর নেই চিনের কাছে

৩ ফেব্রুয়ারি সোমবার চিন প্রশাসনের তরফে জানানো হয়েছিল মৃতের সংখ্যা ৩৬০। আর ৯ ফেব্রুয়ারি রবিবার রাতে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়ে যায়। সোমবার রাতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০০০। শুক্রবার রাতে মৃতের সংখ্যা ১৬৩১ ও ছাড়িয়ে গিয়েছে। শনিবার মৃতের সংখ্যা পৌঁছে যায় ১৬৬৫-তে।

৩ ফেব্রুয়ারি সোমবার জানানো হয়েছিল আক্রান্তের সংখ্যা ১৭,২০০ জন। আর ৯ ফেব্রুয়ারি রবিবার আক্রান্তের সংখ্যাটা ৩৯৮০০ অতিক্রম করে। শুক্রবার রাতে সরকারি ভাবে জানানো হয়েছে, ৬৭,৫৩৫ জন নোবেল করোনা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। শনিবার নতুন করে ২০০৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।
চিনে করোনা ভাইরাসে আঘাত পড়েছে আন্তর্জাতিক ক্রীড়ায়। চিনে একের পর এক স্পোর্টস ইভেন্ট পিছিয়ে দেওয়া হচ্ছে। ফুটবলে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ পিছিয়ে দেওয়া হয়েছে এপ্রিল-মে পর্যন্ত

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube