
।। সন্দীপ সুর ।।
ইউরোর বাছাই পর্বের আগে বড় ধাক্কা ইংল্যান্ডের। চোটের জন্য ইতালি ইউক্রেনের বিরুদ্ধে ম্যাচে জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না র্যাশফোর্ড, ম্যাসন মাউন্ট । ফুলহ্যামের বিরুদ্ধে ম্যাচে খেলতে গিয়ে চোট পান র্যাশফোর্ড।তার চোট বেশ গুরুতর। ফলে কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে ম্যান ইউ তারকাকে। একই অবস্থা চেলসির ডিফেন্ডার ম্যাসন মাউন্টেরও। আগামী ২৪ এবং ২৭ মার্চ দুটি ম্যাচ খেলতে নামবে থ্রি লায়ান্সরা। দুই নির্ভর যোগ্য ফুটবলারকে ছাড়াই ছক কষতে হবে গ্যারেথ সাউথগেটকে।
Latest posts by news_time (see all)
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023