
আসানসোল, পশ্চিম বর্ধমান: আসানসোলে শাহরুখ ।তাঁর সাথে আছেন নীরজ চোপড়া, অমিতাভ বচ্চন ও আরও অনেকে । তাদের একবার ছুঁয়ে দেখতে চাইছেন অনুরাগীরা । তবে তারা অনুরাগীদের কাছে ধরা দিচ্ছেন মোমের মূর্তি হিসেবে ।
এবার শাহরুখ খানের ভাস্কর্য বানিয়ে নিজের ওয়াক্স মিউজিয়ামে রাখলেন আসানসোল মহীশিলার বাসিন্দা, ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় । শাহরুখ খানের পাঠান ছবি দেখে উদ্বুদ্ধ হয়ে ও মিউজিয়ামে ঘুরতে আসা ভ্রমনার্থীদের চাহিদার কথা মাথায় রেখে এবারে তিনি অভিনেতা শাহরুখ খানের মোমের ভাস্কর্য বানিয়েছেন বলে জানান ।
ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়ের তৈরি করা মোমের এই শাহরুখের মূর্তি সহ অন্যান্য মনীষী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের মূর্তিও স্থান পেয়েছে এই মিউজিয়ামে । সম্প্রতি শাহরুখ খানের ছবি পাঠান বিশ্বজুড়ে সুপার হিট । শাহরুখের পাঠান চরিত্র, ম্যাচো লুক তার অনুরাগীদের মধ্যে অত্যধিক জনপ্রিয় হয়েছে । শাহরুখের সেই অবতার এখন সুশান্ত-র মিউজিয়ামে স্থান করে নিয়েছে ।
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023