
নিউজটাইম ওয়েবডেস্ক : এটিএম থেকে প্রায়শই টাকা তোলেন যাঁরা, তাঁদের জন্য জরুরি খবর। ইন্ডিয়ান ব্য্যাঙ্কের এ টি এম থেকে আর ২০০০ টাকার নোট পাওয়া যাবে না। এইরূপ বিজ্ঞপ্তি জারি করে গ্রাহকদের জানিয়ে দিয়েছে চেন্নাইয়ের এই ব্যাংক।
ইন্ডিয়ান ব্যাংক জানিয়েছে তাদের এটিএম-এ ২০০০ টাকার নোট রাখা বন্ধ করে এবার থেকে বেশি পরিমাণে ২০০ টাকার নোট রাখা হবে। গ্রাহকদের সুবিধের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ইন্ডিয়ান ব্যাংকের এক আধিকারিক জানিয়েছেন, এটিএম থেকে ২০০০ টাকার নোট তুলে গ্রাহকরা সেটা ভাঙাতে আবার ব্যাংকে আসেন। এই সময়ের অপচয় বন্ধ করতে তারা ঠিক করেছেন ২০০০ টাকার নোটের বদলে আরও ছোট নোট বেশি পরিমাণে এটিএম-এ রাখার বিষয়ে। তবে এটিএম থেকে না পেলেও ব্যাংকের শাখা থেকে ২০০০ টাকার নোট পাবেন গ্রাহকরা। ১ মার্চ থেকে এই নির্দেশ কার্যকর হবে বলে ব্যাংকের তরফে জানানো হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022