নিউজটাইম ওয়েবডেস্ক :
ফুটবল বিশ্বকাপের
জোয়ার সারা দেশজুড়ে।২০২২ এর বিশ্বকাপের মজা দর্শক তারিয়ে তারিয়ে উপভোগ করছে। বিশ্বকাপের
মাঠ থেকে সামাজিক মাধ্যম এমনকি পথেও নামছে উচ্ছ্বসিত দর্শকেরা। এই ফুটবলের মৌতাত থেকে
বাদ যায়নি রাজনীতিকরা। এবার প্রিয় দলের জন্য মাঠে নামল মেয়র।
জনসেবাই তাঁর
কর্ম।একদিকে কাজের চাপ অন্যদিকে ফুটবল। দুই ভালোবাসাকেই এক জমিতে আনলেন শিলিগুড়ির মেয়র
পারিষদ মানিক দে। ওয়ার্ডের সাফাই কমিটির কর্মীদের নিয়ে আর্জেন্টিনার সমর্থনে মিছিল
বের করলেন তিনি।
মঙ্গলবার
সকালে নিজের ১৩ নম্বর
ওয়ার্ডেই ফুটবল, আর্জেন্টিনার জার্সি
ও পতাকা নিয়ে মিছিল
করেন। মেসির
হাত ধরেই এবার বিশ্বকাপে
বাজিমাত করবে আর্জেন্টিনা, জানান
মানিক দে। তিনি
আরও বলেন, ‘মেসি নিজেই দারুন
ফর্মে রয়েছে সঙ্গে টিমও
খুব ভালো ছন্দে।
সাফাই কর্মীরা সারাদিন কাজে থাকে।
তাই ওদের নিয়েই এদিন
বেরোলাম।’