
নিউজটাইম ওয়েবডেস্ক : ২০১৮তে রাশিয়ার পর ২০২২’এর কাতার। বিশ্বকাপের ফাইনালে ফের ফ্রান্স। বিশ্ব ফুটবলে দাপিয়ে বেড়াচ্ছেন এমবাপে, প্রিয়াজম্যান, জিরু, দেম্বেলেরা। বিজয় রথে সওয়ার দিদিয়ের দেশঁর দল। এবার সামনে আর্জেন্টিনা। জিততে পারলে ব্রাজিল ও ইতালির সঙ্গে এক আসনে বসবে ফ্রান্স। গ্রুপ লিগ থেকে নক আউট। এই পথ অতিক্রম করতে ফরাসি ফুটবলারদের যে কাঠ খড় পোড়াতে হল, নজর রাখা যাক একবার সেই দিকে।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিলেন এমবাপেরা। এর পর ডেনমার্কের বিরুদ্ধে ২-১ গোলে জয়। গ্রুপের শেষ ম্যাচে তিউনিশিয়ার কাছে ১-০ গোলে হারলেও গ্রুপ শীর্ষে থেকে প্রিকোয়ার্টার ফাইনালে পৌঁছায় ফ্রান্স। নক আউটের প্রথম ম্যাচে পোল্যান্ডকে ৩-১ গোলে হারান জিরুরা। কোয়ার্টার ফাইনালে শক্তিশালি প্রতিপক্ষ ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ গোলে ম্যাচ জিতে সামনে মরক্কো। সেমিতে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ফ্রান্স। আর্জেন্টিনাকে হারাতে পারলেই এমবাপে, জিরুরা লিখে ফেলবেন নয়া ইতিহাস।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023