আরব আমিরশাহীতে হবে আইপিএল, ১৯শে সেপ্টেম্বর থেকে শুরু জানাল বিসিসিআই

নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতের বদলে এবার সং‌যুক্ত আরব আমিরশাহীতে হবে আইপিএল, জানালেন চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। বিশ্বের সবথেকে জনপ্রিয় টি-২০ চ্যাম্পিয়নস লীগের ১৯ তম সংস্করণ শুরু হবে ১৯শে সেপ্টেম্বর থেকে। এই লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ই নভেম্বর।

আগামী ২০শে অগাস্ট ক্রিকেটারদের নিয়ে ‌যাওয়া হবে দুবাইয়ে। এর সাথে সাথে ‌যাবে বিসিসিআই এর প্রতিনিধি দলও। গতকাল বিসিসিআই এর গর্ভনিং বডির বৈঠকে তিনটি সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এর মধ্যে প্রাথমিক বিষয় ছিল প্রস্তুতি পর্ব। দুবাই ছাড়া আবু ধাবি ও শারাজার বিভিন্ন স্টেডিয়ামে প্রস্তুতির ম্যাচ হবে।

‌যেহেতু এখনও ইউএই বিমান পরিষেবা চালু করেনি, সেই হেতু জানানো হয়, প্র‌য়োজনে চাটার্ড প্লেনের ব্যবস্থা করে প্লেয়ারদের নিয়ে ‌যাওয়া হবে গন্তব্য স্থলে। কিন্তু সেখানে ‌যাওয়ার পরও ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে খেলোয়াড়দের। ইতিমধ্যেই লডাউনের জেরে সমস্ত প্লেয়ারই দীর্ঘদিন বাড়িতে বন্দি। মাঠের সাথে বা অনুশীলনের সাথে ‌যোগা‌যোগ নেই তাদের। তাই প্রস্তুতি পর্বেও সাধারণের থেকে বেশি সময় লাগবে এবার।

সব মিলিয়ে এইবারে ৬০টি ম্যাচ হবে। প্রত্যেকটি দল ১৪ টি করে ম্যাচ খেলতে পারবে। দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়াম ছাড়া, শেখ জায়েদ স্টেডিয়াম ও সারজা ক্রিকেট স্টেডিয়ামেও খেলা হবে। তবে ম্যাচের সময় এখনও নির্ধারণ হয়নি। সম্প্রচারকারী চ্যানেলগুলি সন্ধ্যা ৬টা থেকে শুরু করার কথা জানিয়েছে। কারণ ভারতের থেকে দেড় ঘন্টা পিছিয়ে দুবাই। ফলে ভারতে সাধারণ সময় ৮টায় ম্যাচ শুরু করতে গেলে দুবাইয়ে তা শুরু হবে ৬ টায়।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube