‘আরও ১৫ দিন বাড়ানো হোক লকডাউন’, স্বারাষ্ট্রমন্ত্রীর কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে দফায় দফায় বেড়ে চলেছে লকডাউনের মেয়াদ। কিন্তু মারণ ভাইরাস করেনার হাত কামড় থেকে যেন কোন ভাবেই রেহাই পাচ্ছেননা দেশবাসী। প্রতিদিন যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে, চিন্তায় ঘুম উড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের। করোনা পরিস্থিতির এই জটিলতার মধ্যেই আগামী ৩১ মে শেষ হতে চলেছে চতুর্থ দফার লকডাউনের মেয়াদ। তারপরেও কি দেশে পঞ্চম দফার লকডাউন লাগু হবে, নাকি শিথিল করা হবে সমস্ত বিধিনিষেধ! বর্তমানে সকলের মনে এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তারই মধ্যে এবার ১৫ দিন লকডাউনের মেয়াদ বাড়ানোর জন্য কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আর্জি জানালেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। লকডাউন বর্ধিত করার বিষয়ে তিনি অমিত শাহের সাথেও বলেন বলে এদিন  এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান প্রমোদ সাওয়ান্ত।

৩১ মে’র পর লকডাউন নিয়ে প্রতিটি রাজ্যের ভাবনা-চিন্তা ও পরিকল্পনা জানতে চেয়ে বৃহস্পতিবার রাতেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ফোন করে কথা বলেন অমিত শাহ। সেই মর্মে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমেদ সাওয়ান্তের সাথেও ফোনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই তিনি লকডাউন বর্ধিত করার পক্ষে সওয়াল করেন। এমিত শাহের সাথে এদিন তাঁর কী কথা হয় সেবিষয়ে শুক্রবার এক সংবাদমাধ্যমকে জানান প্রমোদ। তাঁর কথায়,”আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে ফোনে কথা বলেছি। আমার মনে হয়, লকডাউন আরও ১৫ দিন বাড়ানো উচিত। তবে আমরা বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়ার দাবিও তুলেছি। যেমন, ৫০ শতাংশ কর্মী নিয়ে রেস্তরাঁ খোলা হোক, সামাজিক দূরত্ব মেনে কাজ চলুক। অনেকে চাইছেন, জিমও খোলা হোক। এ সবই জানিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রীকে।”

তবে শুধুমাত্র প্রমোদ সাওয়ান্তই নন, লকডাউন বাড়ানোর পক্ষে এদিন সওয়াল করতে শোনা যায় আরও অনেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তবে ঠিক কী করানে লকডাউন বাড়াতে চান তাঁরা সেবিষয়ে এদিন স্বারাষ্ট্রমন্ত্রীর কাছে কারনও পেশ করেন তাঁরা। এদিকে প্রমোদ সাওয়ান্তের যুক্তি, যেভাবে দেশে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে লকডাউন প্রত্যাহার করা হলে সংক্রমণের হার অনেকখানি বাড়তে পারে। তবে এর পরিপ্রেক্ষিতে অমিত শাহ কি মন্তব্য করেছেন, সেবিষয়ে কিছু জাননি গোয়ার মুখ্যমন্ত্রী। তাহলে কা ৪.০ দফার পরেও আরও এক দফায় দেশজুড়ে বাড়ছে লকডাউন! সেটা একমাত্র সময়ই বলতে পারে।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube