
নিউজটাইম ওয়েবডেস্ক : যত দিন যাচ্ছে ততই যেন নিজের সংক্রামক শক্তি বাড়াচ্ছে করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় এখনও পর্যন্ত দৈনিক সংক্রমণের বিচারে নয়া রেকর্ড গড়লো কোভিড- ১৯। রবিবার দিনভর ৫০ হাজারের কাছাকাছি মানুষ ওই রোগে নতুন করে আক্রান্ত হলেন। ভারতে মোট ৩২,৭৭১ জনের প্রাণ কেড়েছে করোনা। সারা দেশে করোনা সংক্রমণের মোট সংখ্যা পেরিয়ে গেছে ১৪.৩৫ লাখ।
কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, রবিবার সারাদিনে ৪৯,৯৩১ জন নতুন করোনা রোগীর সন্ধান মিলেছে, একদিনের মধ্যে ৭০৮ জনের প্রাণ কেড়েছে এই মারণ ভাইরাস। দেশের মধ্যে করোনা সংক্রমণের বিচারে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য হলো মহারাষ্ট্র। সতর্কতা সত্ত্বেও সেখানে লাগাতার কোভিড-১৯ এর দাপট দেখা যাচ্ছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022