
নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্বের পরিচিত বিনিয়োগ সংস্থা KKR রিলায়েন্স রিটেইলে এবার ₹৫৫৫০ কোটির বিনিয়োগ করতে চলেছে । রিলায়েন্স রিটেইল ভেঞ্চার লিমিটেড বা RRVL-এ বিনিয়োগ করবে এই আন্তর্জাতিক সংস্থা। মুকেশ আম্বানির সংস্থার ১.২৮% শেয়ারের মালিক হয়ে উঠবে KKR। এবং এই বিনিয়োগের ফলে রিলায়েন্স রিটেইলের ইক্যুইটি ভ্যালু বেড়ে দাঁড়াবে ₹৪.২১ লাখ কোটি।
প্রসঙ্গত, এর আগে জিও-তে ₹১১,৩৬৭ কোটির বিনিয়োগ করেছিল KKR। এবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে দ্বিতীয় ৫৪ বিনিয়োগ করল আন্তর্জাতিক সংস্থা। এই চুক্তির প্রতিক্রিয়ায় রিলায়েন্স ইন্ডাস্ট্রি-র ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান মুকেশ আম্বানি বলেন, ‘বিনিয়োগকারী হিসেবে KKR-কে আমি স্বাগত জানাচ্ছি। ওদের ট্র্যাক রেকর্ড অত্যন্ত প্রশংসনীয়।’ সেপ্টেম্বরের শুরুতেই আম্বানির সংস্থায় বিনিয়োগ করেছে মার্কিন সংস্থা সিলভার লেক। এছাড়াও বিনিয়োগ নিয়ে হাজির হয়েছে ফেসবুক ও গুগলও। ভারতীয় রিটেইল বাজারে ধীরে ধীরে নিজেদের প্রভাব ফেলতে শুরু করেছে রিলায়েন্স। অ্যামাজন ও ফ্লিপকার্টকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে একের পর এক উল্লেখযোগ্য চুক্তি করছে রিলায়েন্স রিটেইল। এবার KKR এর মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি আরও এগিয়ে দেবে রিলায়েন্স রিটেইলকে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022